Breaking
19 Dec 2025, Fri

নাবালিকার বিয়ে রুখলো চাকদা থানার পুলিশ!

জেএনএফ ওয়েব ডেস্ক : নাবালিকার বিয়ে রুখলো চাকদহ থানা পুলিশ প্রশাসন । চাকদাহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের যশরা জলের ট্যাংকের বিপরীতে বিপুল দেবনাথ এর অষ্টম শ্রেণীতে পাঠরত নাবালিকার বিবাহ হচ্ছিলো । খবর পেয়ে চাকদা থানার বিশাল পুলিশবাহিনী এসে বিয়ে বন্ধ করে দেয়। এবং উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গোপালনগর থানার পার্লার বাসিন্দা কার্তিক বিশ্বাসের পুত্র মৃত্যুঞ্জয় বিশ্বাস চাকদহ নাবালিকাকে বিয়ে করতে এসে প্রশাসনকে মুচলেখা দিলেন । পাশাপাশি চাকদহের নাবালিকার পরিবারের পক্ষ থেকেও পুলিশ প্রশাসনকে মুচলেখা দেওয়া হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত যাতে বিবাহ না হয় তার প্রতিশ্রুতি দেয় প্রশাসনকে ।।।

Developed by