Breaking
19 Dec 2025, Fri

নয়াগ্রাম থানার কুড়চিবনি গ্রাম থেকে উদ্ধার হল হরিণের মাংস, চামড়া এবং শিং, গ্রেফতার হলেন এক ব্যক্তি, এলাকায় চাঞ্চল্য!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অবৈধ হরিণ শিকার রোধে বড় ধরনের সাফল্য পেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বন দফতরের অফিসাররা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম রেঞ্জের বন দফতর নয়াগ্রাম থানার কুড়চিবনি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করল হরিণের মাংস, চামড়া এবং সিং। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম বন দপ্তরের আধিকারিক শিবরাম রক্ষিত ও বন দফতরের কর্মীদের নিয়ে কুড়চিবনি গ্রামের পাড়ু মুর্মু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে হরিণের মাংস, চামড়া এবং শিং উদ্ধার করেন। নয়াগ্রাম বন বিভাগের আধিকারিক শিবরাম রক্ষিত জানান,‘ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বন দপ্তরের পক্ষ থেকে একটি এফআইআর করা হবে এবং পুলিশ সমস্ত ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।’ তবে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী এখনও নিরাপদ নয় নয়াগ্রামের জঙ্গলে থাকা হরিণ? চোরা শিকারিদের নজরে পড়েছে প্রকৃতির অনন্য সুন্দর এই হরিণ কুল? অভিযোগ পাওয়ার পর নয়াগ্রাম থানার পুলিশ পাড়ু মুর্মু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে ওই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে নয়াগ্রাম থানার পুলিশ।

Developed by