Breaking
1 Jan 2026, Thu

নবমীর সকালে গিধনিতে পিলারে ধাক্কা মেরে মারুতি গাড়ি ঢুকল জমিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নবমীর সকালে গিধনিতে পিলারে ধাক্কা মেরে মারুতি গাড়ি ঢুকল জমিতে। সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন মারুতি গাড়িটি একটি পিলারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে জমিতে। পাশাপাশি লোকজন না থাকায় ঘটনার পরই গাড়ি ছেড়ে পালিয়েছে চালক ও যাত্রীরা।
তথ্য ও ছবি : মৃণ্ময় দাস

Developed by