Breaking
16 Dec 2025, Tue

নন্দীগ্রামের জনসভায় মাস্টার স্ট্রোক মমতার!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার নন্দীগ্রামের জনসভায় দাঁড়িয়ে আগামী বিধানসভায় নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিরোধীদের কার্যত মাস্টার স্ট্রোক দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদানের পর প্রথম নন্দীগ্রামের জনসভা করতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেখানে এসেই তিনি নন্দীগ্রামের মাটি থেকে প্রার্থী হওয়ার মনোবাসনা প্রকাশ করলেন এবং দলের সভাপতি সুব্রত বক্সীকে নির্দেশ দিলেন নন্দীগ্রামে যেন তাঁর নামটা থাকে। এই নির্দেশের পর এই জনসভায় সুব্রত বক্সী জানিয়ে দেন,’মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে যে ঘোষণা করেছেন তা আমরা দলের পক্ষ থেকে তা আমরা গ্রহণ করলাম।’ বিধানসভা নির্বাচনে র মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠল নন্দীগ্রাম।

Developed by