Breaking
8 Dec 2025, Mon

নদীয়ার অনুপ গোস্বামীর সাড়ে ৭ফুটের দুর্গা মূর্তি পাড়ি দেবে অস্ট্রেলিয়ার ফিজিতে ভারত সেবাশ্রম সংঘে!

জেএনএফ ওয়েব ডেস্ক :- সাড়ে ৭ফুটের দুর্গা মূর্তি সঙ্গে গণেশ,হনুমানজি,মহাদেব,রামচন্দ্রএকসাথেই যাচ্ছে অস্ট্রেলিয়ার পাশে ফিজিতে ভারত সেবাশ্রম  সংঘে । ছোট বেলা থেকে  বিভিন্ন রকমের মূর্তি ,স্ট্যাচু সহ নানা কিছুতৌরি করার নেশা ছিল ।পরবর্তী কালে তা পেশায় রূপান্তরিত হয় ।কলকাতা কুমারটুলী থেকে কাজ শিখে এখন নিজেই চাকদাহতে কারখানা স্টুডিও খুলেছেন।ফাইবারের বিভিন্ন মূর্তি থেকে নানা ধরণের মূর্তি।এই বার তার  দুর্গমুর্তি যাচ্ছে অস্ট্রেলিয়াতে ভারতসেবাশ্রম সংঘে। ৪ মাস ধরে পরিশ্রম করে তার দুর্গমুর্তি   শেষ হয়েছে।শুধু তাই নয় সঙ্গে যাচ্ছে হনুমানজি,রাম,গণেশ ,ও মহাদেব।কোভিদ সংক্রমণের জন্য মূর্তি যেতে না পারায় একইসঙ্গে জাহাজে করে পাড়ি দেবে একসাথে ফাইবারের  মূর্তি অস্ট্রেলিয়াতে। এখন থেকে তার তোড়জোড় চলছে জোরকদমে প্যাকিংএরকাজ।,কয়েক দিন পরই পাড়ি দেবে জাহাজে করে অস্ট্রেলিয়াতে। এরআগে অনুপ গোস্বামীর তৌরি মূর্তি  দেশ বিদেশে বহু প্রশংসিত হয়েছে। তবে ফাইবারের সাড়ে ৭ ফুটের দুর্গামুর্তি অস্ট্রেলিয়া তে পূজো হবে সেটা কম গর্বের নয় অনুপবাবুর কাছে।

Developed by