Breaking
13 Dec 2025, Sat

নদীয়া জেলার কৃষ্ণনগর পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার

, নদীয়া :- নদীয়া জেলার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার এইদিন কৃষ্ণনগরের এ বি স্কুল থেকে একটি রেলি করে পুলিশ প্যারেড গ্রাউন্ড মাঠে আসেন এবং এখানে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা তুলে ধরেন । এইদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসপি ঈশিতা পাল তিনি জানান যে ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে তাতে ডাইভারদের অনেক গাফিলতি রয়েছে এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে তাই জেলার বিভিন্ন মোড়ে মোড়ে সচেতনতার প্রচার করা হবে বলে জানান। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ সেখানে যেভাবে একের পর এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে তা কতটা যে মানুষের কাছে বার্তা গেছে সেটি কয়েকদিনের অ্যাক্সিডেন্টে তা প্রমাণ তবে শেষ মেস ঘুম ভাঙলো প্রশাসনের ফের সচেতনতা প্রচারে নামল পুলিশ প্রশাসন

Developed by