Breaking
11 Dec 2025, Thu

নদীয়ার নাকাশিপাড়ায় কাঠমিস্ত্রি কে ধারালো অস্ত্র দিয়ে কোপ, আটটি সেলাই নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি1

জেএনএফ ওয়েব ডেস্ক :- ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হল নদিয়া নাকাশিপাড়ার রাজাপুরের রুস্তম বিশ্বাসকে ।স্থানীয় সূত্রে ও পরিবার সূত্রে জানা যায় রুস্তম কাঠের কাজ করছিল রাজাপুর কাঠমিলে। ঠিক এই সময়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় রুস্তমকে ওই এলাকার বাসিন্দা সুরাদ। আচমকা সুরদ একা এসে ঐভাবে কোপ মারায় হতবাক হন স্থানীয়রা। এরপর প্রতিবেশীরা তাকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তার হাতে ৮ টি সেলাই পড়ে। এই নিয়ে তার পরিবার বলেন দোষীর শাস্তি চেয়ে একটি লিখিত অভিযোগ জানাবেন নাকাশিপাড়া থানায় ।

Developed by