Breaking
15 Dec 2025, Mon

নদীয়াতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর পরীক্ষা দিতে এসে আটক একাধিক ভুয়া পরীক্ষার্থী

নদীয়াতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর পরীক্ষা দিতে এসে আটক একাধিক ভুয়া পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সন্দেহ হয় পুলিশের জিজ্ঞাসাবাদে ধরা পড়ে ভুয়া পরীক্ষার্থী। নদীয়া জেলার রানাঘাট জেলা পুলিশের অধীনে কুড়ি জন এবং কৃষ্ণনগর জেলা পুলিশের অধীনে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা প্রত্যেকে অন্যের নামে পরীক্ষা দিতে এসেছিল বলেই প্রশাসন সূত্রে জানা যায়। উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে আজ রাজ্য পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা ছিল। প্রতিটি কেন্দ্রে ছিল রাজ্য পুলিশের একজন অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার। স্কুল গেটের সামনে রাজ্য পুলিশের তরফ থেকে প্রতিটি পরীক্ষার্থীকে নিয়ম মেনে বিদ্যালয় এর মধ্যে প্রবেশ করানো হয়েছে। জলের বোতল স্কুল ব্যাগ সহ মোবাইল কোন কিছুই এলাও করা হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নদীয়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে আসেন চাকরিপ্রার্থীরা। তাদের মধ্যেই নদীয়া জেলা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

Developed by