Breaking
21 Dec 2025, Sun

নদিয়ায় রহস্যময় সাংকেতিক পোস্টারের তদন্তে নেমে গ্রেফতার এক যুবক!

জেএনএফ ওয়েব ডেস্ক : রহস্যময় সাংকেতিক পোস্টারের তদন্ত শুরু করে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বেশ কয়েকদিন ধরে নদিয়ার কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় লেখা সাংকেতিক পোস্টার ঘিরে আতঙ্ক শুরু হয়। এর আগেও কৃষ্ণনগরের একাধিক জায়গা থেকে বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর গতকাল রাতে এক যুবক ওই পোস্টার লাগাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এর পরেই তারা নদীয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে ওই যুবককে আটক করে। ওই যুবকের কথাবাত্রা শুনে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্যহীন। সূত্রের খবর ওই যুবক বিহার থেকে বেশ কিছুদিন ধরেই নদীয়ার এসে রয়েছে। তবে এই ঘটনায় পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আদেও সে মানসিক ভারসাম্যও নাকি এই ঘটনার সঙ্গে তাঁর অন্য কোন সূত্র রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Developed by