Breaking
8 Dec 2025, Mon

নকশালবাড়ির কালুয়াজোতে সামাজিক বনসৃজনে গাছের ডালের উপরে উঠে পড়ল চিতিবাঘ,ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির কালুয়াজোতে সামাজিক বনসৃজনে গাছের ডালের উপরে উঠে পড়ল চিতিবাঘ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা প্রথমে চিতাবাঘটিকে গাছের ডালের উপরে থাকতে দেখতে পান। এই দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং স্থানীয়রা তরীঘরী খবর দেন বনদপ্তরকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াঝাড় রেঞ্জ এবং বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াডের
কর্মীরা। এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন যে তারা ব্যাপক আতঙ্কের মধ্যে আছেন। যত দ্রুত সম্ভব চিতাবাঘটিকে বনকর্মীরা ধরে নিয়ে যাক।

Developed by