Breaking
10 Dec 2025, Wed

নকশালবাড়িতে হাতির হামলায় মৃত্যু যুবকের,ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার মঙ্গলসিং গ্রামে হাতির হামলায় মৃত্যু এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম নকুল সিংহ। সে ওই এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে যে শনিবার রাতে ধান পাহাড়া দিচ্ছিলেন ওই যুবক। সেই সময় হাতি হামলা চালায়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি বনবিভাগের কর্মীরা। এরপর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Developed by