Breaking
8 Dec 2025, Mon

নকশালবাড়িতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :- শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের খালবস্তিতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম প্রদীপ রায়(৩৩)। জানা গিয়েছে যে সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর ওই যুবককে উদ্ধার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর এদিন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি আত্মহত্যা করল তা জানা যায়নি। যদি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Developed by