Breaking
16 Dec 2025, Tue

নকল ইন্টারভিউর মহড়া নিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের কর্তারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে কয়েক মাস আগে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি হিসেবে শুরু হয়েছিল ‘লক্ষ্যভেদ’ নামে এক বিনামূল্যে প্রশিক্ষণ শিবির। সেখানে প্রস্তুতি নিয়ে এবারে সাব-ইন্সপেক্টর পরীক্ষায় কয়েক জন সফল হয়েছেন। এবার তাদের জন্য পুলিশ অফিসারদের সামনে নকল ইন্টারভিউর ব্যবস্থা করা হয়। নকল ইন্টারভিউ নেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ড. কুয়ার ভূষণ সিং, ডিএসপি(ট্রাফিক) জনাব সরফরাজ পারভেজ, ডিএসপি(অপারেশন) সুব্রত মণ্ডল,এসওজি সেলের ওসি মহম্মদ আলি।

Developed by