Breaking
15 Dec 2025, Mon

ধর্ষণ মুক্ত দেশ গড়ার দাবিতে শিলদায় পথে নামল খুদে কন্যারা


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ধর্ষণ মুক্ত দেশ গড়ার দাবিতে শিলদায় পথে নামল খুদে কন্যারা। শনিবার শিলদায় উত্তরপ্রদেশের হাসরথের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে পোস্টারিং করে খুদে কন্যারা। শিলদা বাজার এলাকায় এই পোস্টারিং গুলি করা হয়। নেতৃত্বে ছিলেন এসএফআই নেত্রী মধুশ্রী মজুমদার।

Developed by