Breaking
18 Dec 2025, Thu

দোকান না ভেঙেই সুষ্টুভাবে উড়ালপুলের দু’পাশে রাস্তা তৈরির জন্য টেণ্ডার হয়েছে জানালেন ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : খুশির খবর ঝাড়গ্রামবাসীর জন্য! দোকান না ভেঙেই সুষ্টুভাবে উড়ালপুলের দু’পাশে রাস্তা তৈরির জন্য টেণ্ডার হয়েছে জানালেন ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায়।
এদিন দুপুরে ঝাড়গ্রামের উড়ালপুলের দু’পাশে রাস্তা তৈরির জন্য প্রতীকী পথ অবরোধ করে ঝাড়গ্রাম ডেমোক্রেটিক সিটিজেন ফোরাম। তারপর ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পাণ্ডে ফোরামের পাঁচজনের এক প্রতিনিধি দলকে নিয়ে অবরোধ তুলে ঝাড়গ্রাম পুরসভায় যান আলোচনা করেন। তখন অবশ্য প্রশাসক ছিলেন না। ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক তথা ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন,‘ওই এলাকায় দোকান গুলি না ভেঙে সুষ্টুভাবে উড়ালপুলের নিচে দু’পাশে রাস্তা তৈরির জন্য নকশা করে টেণ্ডার করা হয়েছে। খুব শীঘ্রই সেখানে রাস্তা তৈরি হবে।’

Developed by