ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ: দোকানের ব্যবহার্য জল রাস্তার ফেলে রাস্তা নষ্ট করা যাবে না। দোকানের ব্যবহার্য জল ড্রেনে ফেলতে হবে। শুক্রবার ঝাড়গ্রাম রাজ কলেজ রোডে দোকানদারদের এভাবেই সতর্ক করল ঝাড়গ্রাম পুরসভা। এদিন পুরসভার জনস্বাস্থ্য আধিকারিক বংশীবদন জানার নেতৃত্বে পুরসভার কর্মীরা রাজ কলেজ রোডে গিয়ে প্রত্যেকটি দোকানদারকে সর্তক করে দিয়ে বলেন দোকানের জল রাস্তায় ফেলা যাবে না ড্রেনে ফেলুন। এরফলে রাস্তা নষ্ট হচ্ছে। ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ রোডের রাস্তাটি খানাখন্দ হয়ে গিয়েছে। পুরসভার প্রশাসক তা মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন, দোকানের জল রাস্তায় ফেলে রাস্তা নষ্ট করা যাবে না। এজন্য আমরা নিয়মিত মনিটারিং করব। জেলাশাসক আয়েষা রানি এ বলেন, রাস্তাটি পূর্ত দপ্তর খুব শীঘ্রই মেরামত করবে।




