Breaking
8 Dec 2025, Mon

দুয়ারে সরকারে স্বাস্থ্য বিধি শিকেয় !

জেএনএফ ওয়েব ডেস্ক ;এ যেন দুয়ারে ভিড়। স্বাস্থ্যবিধি শিকেয় উঠলো দুয়ারে সরকারের ক্যাম্পে। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া অঞ্চল অন্তর্গত পান্ডাপাড়া কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ছিল দুয়ারে সরকার। এদিন প্রথম পর্যায়ে দুয়ারের সরকার চলছিল। কিন্তু একে ঘিরেই স্বাস্থ্যবিধি ভাঙার চিত্র সর্বত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের ফরম ফিলাপ করতে আসা অনেকেই জানালেন কোনভাবেই ভিড় এড়ানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে তারা এভাবে লাইনে দাঁড়িয়েছেন। স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। পুলিশ প্রশাসন ও সেভাবে নজরে আসেনি বলে অভিযোগ করেন তারা। ভিড় এতটাই ছিল যে হলদিবাড়ি জলপাইগুড়ি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। গোটা কয়েক সিভিক  কর্মীকে যানজট মোকাবিলায় বেগ পেতে হয়। এ বিষয়ে খরিয়া অঞ্চলের উপপ্রধান সুভাষ চন্দ বলেন, এত সংখ্যক মানুষ একদিনে উপস্থিত হবেন তা আমরা বুঝতে পারিনি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আগামী দিনে যদি বুথ ওয়াইজ এ ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় তার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Developed by