Breaking
20 Dec 2025, Sat

দুয়ারে ভ্যাকসিন অব্যাহত রয়েছে জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক : দুয়ারে ভ্যাকসিন অব্যাহত রয়েছে জলপাইগুড়িতে। বুধবার পুরসভার উদ্যোগে জলপাইগুড়ি লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব করলাভ্যালি, এবং জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগীতায় ১৯ নম্বর ওয়ার্ডের মোহন্ত পাড়ার একটি বিদ্যালয়ে ষাটোর্ধ্ব মানুষদের জন্য এই ভ্যাকসিন প্রক্রিয়া চলে বলে উদ্যোক্তারা জানান। পাশাপাশি RSA ক্লাবের উদ্যোগেও হল এদিন ভ্যাকসিন প্রক্রিয়া। দুদিন 300 জন ভ্যাকসিন পাবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Developed by