Breaking
13 Dec 2025, Sat

দুধকুন্ডি থেকে মানিকপাড়া হয়ে সরডিহা রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন রাস্তার কাজের শুভারম্ভ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুধকুন্ডি থেকে মানিকপাড়া হয়ে সরডিহা রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন রাস্তার কাজের শুভারম্ভ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। রবিবার মানিকপাড়ার বেলতলা এলাকায় পুজো ও যজ্ঞ হওয়ার পর রাস্তার কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার আগে নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পূর্ত দপ্তরের (সড়ক) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণপদ মাহাতো। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ২২ কোটি টাকা। গত ৭ অক্টোবর রাস্তার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই রাস্তার কাজ শুরু হল।

Developed by