Breaking
19 Dec 2025, Fri

দিন দুপুরে সিনেমার কায়দায় ছিনতাইয়ে চাঞ্চল্য রাজারহাটে

জেএনএফ ওয়েব ডেস্ক :-সোমবার দুপুরে রাজারহাট মোড় রায় ফিউল্ পাম্প এর ম্যানেজার 5 লাখ টাকা নিয়ে রাজারহাট ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলে, রাজারহাটের নিকট শিশুযাবাড়ি এলাকায় বন্ধুক দেখিয়ে সেই টাকা নিয়ে চম্পট দেয় এক দল দুষ্কৃতী। ম্যানেজার মহেশ শর্মা জানান, একটি অল্টো গাড়ি হটাৎ তাদের আটকায়, সেই গাড়ি থেকে 5 জন মুখে রুমাল বাধা অবস্থায় বেরিয়ে আসেন। একজন তাকে বন্ধক ঠেকিয়ে টাকা নিয়ে নেন। এবং মুহুর্তের মধ্যে চম্পট দেন তারা।
এ বিষয়ে ফিউল পাম্প এর ম্যানেজার থানায় অভিযোগ দায়ের করেছে, ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Developed by