Breaking
12 Jan 2026, Mon

দিদিকে বলো কর্মসূচি হল ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি অঞ্চলের বাঘঝাপা বুথে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিদিকে বলো কর্মসূচি হল ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি অঞ্চলের বাঘঝাপা বুথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন প্রমুখ। এলাকার বহু মানুষ জনের উপস্থিতিতে আজকে এই কমূসুচি পালন করে তৃণমূল নেতারা।

Developed by