Breaking
15 Dec 2025, Mon

দাবি না মিটলে ভোট বয়কটের ডাক দিলেন শিলদাতে পানীয় জলের জন্য ৫ নং রাজ্য সড়ক অবরোধকারী মহিলারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দাবি না মিটলে ভোট বয়কটের ডাক দিলেন শিলদাতে পানীয় জলের জন্য ৫ নং রাজ্য সড়ক অবরোধকারী মহিলারা। শিলদাতে পানীয় জলের দাবিতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধে করেন এদিন সকাল থেকে। স্থানীয় মহিলারা। যদিও, এর পিছনে রাজনৈতিক মদত রয়েছে বলে অনুমান করছে রাজনৈতিক মহল। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে শিলদাবাসী পানীয় জলের সমস্যায় ভুগছে। বারবার প্রধানকে জানিও কোন সমস্যার সমাধান হয়নি, তাই পথ অবরোধে সামিল হয়েছি। যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান হয়ে তারা অবরোধ চালিয়ে যাবেন বলেও জানাচ্ছেন মহিলারা। পাশাপাশি ভোট বয়কটের ডাকও দেওয়া হল।

Developed by