দফায় দফায় “আসাম-বাংলা” সীমান্তে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাস মালিক সংগঠনের

জেএনএফ ওয়েব ডেস্ক :- অসমের ধুবরী জেলা থেকে কোচবিহার রুটে” যাত্রীবোঝাই বাস চলাচলের অনুমতির দাবিতে, দফায় দফায় “আসাম-বাংলা সীমান্তে “জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, দুই রাজ্যের বাস মালিক সংগঠনের। ভিক্ষা করতেও দেখা যায় বাস সংগঠনের মালিক-কর্মচারীদের। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ১৭ নং জাতীয় সড়কে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে “আসম” ও “বাংলা “দুই রাজ্যের প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
বাসমালিক সংগঠনের দাবী, করোনার দ্বিতীয় ঢেউয়ের দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকলেও, গতকাল “অসম” সরকারের নির্দেশে আন্ত জেলায় যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি মিললেও, “অসমের ধুবরি জেলা থেকে কুচবিহার রুটে” বাস চলাচলের অনুমতি নিয়ে তাল বাহানা করছে দুই রাজ্যের প্রশাসন। অন্যদিকে প্লেন, ট্রেন সহ্ অন্যান্য যানবাহন এর ক্ষেত্রে বিধিনিষেধ অর্পিত না থাকলেও, বাস চলাচলের ক্ষেত্রে প্রশাসনের আপত্তি কোথায। বাস মালিকরাও তো নিয়ম করে সরকারকে রোড ট্যাক্স, ইন্সুরেন্স, দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় আর্থিক সংকটে ভুগছেন বাসমালিক সহ বাসকর্মচারীরাও। তাই একপ্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ আসাম বাংলা সীমান্তে দফায় দফায় বিক্ষোভে সামিল হয় বামালিক সংগঠন। পরবর্তীতে পথ অবরোধের পর আসাম প্রশাসনের সঙ্গে দুই-রাজ্যের বাসমালিকের জটিলতা কাটলেও, বাংলায় প্রবেশের অনুমতির দাবিতে পথ অবরোধে কাজ না হওয়ায়, অভিনবভাবে ভিক্ষা করতে দেখা যায় বাস চালকদের।
বাস মালিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করে তুফানগঞ্জ মহকুমার অতিরিক্ত পুলিশ আধিকারিক সহ আসাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। “অসম থেকে কুচবিহার” রুটি বাস চলাচলের বেঙ্গল প্রশাসনের অনুমতি না দিলে ” আসাম-বাংলা সীমান্তে” বিক্ষোভ চলবে বলেও জানান দু-রাজ্যের বাস মালিক সংগঠন। খবর লেখা পর্যন্ত আসাম-বাংলা সীমান্তের পথ অবরোধ চলছে বলেও জানা যায়।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

1 year ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

1 year ago