Breaking
10 Dec 2025, Wed

থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলের চিকিৎসায় সাহায্য চান বাবা মা

জেএনএফ ওয়েব ডেস্ক :- থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলের চিকিৎসায় সাহায্য চান বাবা মা। মাত্র চার মাস বয়স থেকেই জলপাইগুড়ি সদর হাসপাতালের যেতে হয় করণ ওরাওকে। কারণ জন্মের চার মাস পরেই দেখা দেয় তার শরীরের দুর্বলতা। তারপর চিকিৎসক দের দ্বারস্থ হওয়ার পরেই ধরা পড়ে থ‍্যালাসেমিয়া। সেই থেকেই এক মাস পরপর জলপাইগুড়ি সদর হাসপাতালে গিয়ে রক্ত নিতে হয় সাত বছরের করণ কে। থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত ওই শিশুকে প্রতিমাসে জটেশ্বর থেকে জলপাইগুড়ি নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নং গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তির কার্জিপাড়া এলাকায় ওই দুস্থ পরিবারটিকে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কার্জিপাড়ার ওই পরিবারটির শিশু ব‍্যাধিতে আক্রান্ত হলেও কোনো রকম আর্থিক সহযোগিতা পায়নি আজ পর্যন্ত। থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুটি ছাড়াও আরও দুটি সন্তান রয়েছে ওরাও দম্পতির। জানা গিয়েছে, মোট পাঁচ জনের সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয় করণের বাবা ধরমদাস ওরাও কে।ওই শিশুটির বাবা মায়ের আক্ষেপ, ছেলে জন্মের কিছুদিন পর থেকেই সে অসুস্থ। তার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন।

Developed by