Breaking
25 Dec 2025, Thu

তৃণমূল ও বিজেপি আদিবাসীদের অধিকার ও ঐতিহ্যের উপর আঘাত করেছে : বৃন্দা কারাট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার সিপিএমের বেলপাহাড়ির সভা থেকে এমনই ভাবে কেন্দ্র ও রাজ্যের দুই দলকে আক্রমন করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাট। বৃন্দা বলেন,’আমি এখানের অনেক আদিবাসী মানুষের সঙ্গে কথা বলে এটা পরিস্কার বুঝতে পেরেছি যে তৃণমূল ও বিজেপি আদিবাসীদের অধিকার ও ঐতিহ্য যে আছে তার উপর আঘাত করেছে। মোদি তো করেইছে। আদিবাসীদের বন আইন ছিল, আমরা বামপন্থীরা মিলে ইউপিএ ওয়ানে তৈরি করেছিলাম। এখানে তা একেবারে শেষ করে দিচ্ছে মোদি। আর মমতাও তাই।’ ঝাড়গ্রাম লোকসভার কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে তিনি সভা করেন।

Developed by