Breaking
18 Dec 2025, Thu

তুফানগঞ্জে ফের রবীন্দ্রনাথের হাত ধরে তৃণমূলে যোগ ৪২ বিজেপি কর্মীর

জেএনএফ ওয়েব ডেস্ক :- এবার ভাঙ্গন বিজেপির শ্রমিক সংগঠনে। আজ তুফানগঞ্জের আজ তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে তৃনমূল কংগ্রেস যোগ দেন ৪২ বিজেপির শ্রমিক সংগঠনের সদস্য। তাঁদের হাতে পতাকা তুলে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

রবীন্দ্রনাথ বাবু বলেন, “বিজেপি থেকে দলে দলে কর্মী সমর্থকরা এসে তৃণমূল কংগ্রেসে যোগ দান করছে। আমি ব্যাক্তিগত তাঁদের বহু কর্মী সমর্থককে আমাদের যোগদান করিয়েছি। আজও তুফানগঞ্জে ৪২ জন বিজেপির শ্রমিক সংগঠনের সদস্যকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হল। আরও বহু আবেদন আমাদের কাছে জমা পড়েছে। সব আবেদন ক্ষতিয়ে দেখে তাঁদের আমাদের দলে অন্তর্ভূত করানো হবে।”

অন্যদিকে বিজেপি অবশ্য ওই যোগদান নিয়ে খুব বেশী চিন্তিত নয়। তাঁদের দাবী, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের শাসক দল ও তাঁদের পুলিশ প্রশাসন সাধারণ মানুষের লাগামহীন অত্যচার করছে। আর সেই কারণে অনেকেই তৃণমূলে নাম লিখিয়ে নিজেদের বাঁচাতে চাইছেন। কিন্তু তাঁরা মন থেকে তৃণমূলে নেই।

Developed by