তুফানগঞ্জের কৃষ্ণপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহতদের মধ্যে এক দলীয় কর্মীর মৃত্যু, দোষীদের শাস্তি চাইলেন নেতারা

জেএন এফ ওয়েব ডেস্ক :-তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ সকালে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। মৃত ওই তৃণমূল কর্মীর নাম ওসমান আলী। মৃত্যুর খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের কোচবিহার জেলা সভাপতি খোকন মিয়াঁ ও শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মণের নেতৃত্বে বেসরকারি হাসপাতালে গিয়ে দলীয় কর্মীর মৃতদেহের দলীয় পতাকা মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
খোকন মিয়াঁ বলেন, “গোটা ঘটনা রাজ্য নেতৃত্বের নজরে রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। কাউকেই ছেড়ে দেওয়া হবে না। গোষ্ঠী কোন্দল নিয়ন্ত্রণে আনতেও দলীয় নেতৃত্ব কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।”
গতকাল তুফানগঞ্জ থানার কৃষ্ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের ফারুক মণ্ডল ও মজিবর রহমানের গোষ্ঠীর মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ২৫ জন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হন। এদের মধ্যে কয়েকজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে, কয়েকজনকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ওসমান আলির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এদিন সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত তৃণমূল কর্মীর ভাই আজিবর রহমান বলেন, “আমার ভাই মজিবর রহমানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করতেন। গতকাল বাজার থেকে ফেরার সময় মজিবর রহমানের বিরোধী গোষ্ঠী ফারুক মণ্ডলের লোকজন ধারাল অস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপড়ে আক্রমণ করে। তাঁর মাথায় একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। অনেক চেষ্টার পরেও তাঁকে বাঁচানো গেল না।”
নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা দেওচরাই এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল দীর্ঘ দিনের। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরে রবীন্দ্রনাথ ঘোষকে তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে পার্থ প্রতিম রায়কে দায়িত্ব দেওয়া হয়। ওই সময় পার্থ প্রতিম রায় ফারুক মণ্ডলকে অঞ্চল কমিটির সভাপতি করে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ তাঁর অনুগামী মজিবর রহমানকে অঞ্চল সভাপতি বলে ঘোষণা করে। জেলার ওই দুই নেতার প্রশ্রয়ে থাকা দেওচরাই অঞ্চল কমিটির ওই দুই নেতার মধ্যে বিরোধ ধীরে ধীরে চরম আকার নিতে থাকে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের তৃনমূল ক্ষমতায় আসার পর সেই বিরোধ থেকে মাঝে মধ্যেই উত্তেজনার সৃষ্টি হতে থাকে। রবিবার তা সংঘর্ষের আকার নেয় বলে জানা গিয়েছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

1 year ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

1 year ago