Breaking
13 Dec 2025, Sat

ডুয়ার্সে হাতির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!

জেএনএফ ওয়েব ডেস্ক : আলিপুরদুয়ারের ডুয়ার্সে হাতির মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দলমোর চা বাগান সংলগ্ন বাসাবাড়ি লাইন এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে দলমোর চা বাগানে একটি মাকনা হাতির মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দা। তারাই খবর দেয় বন দপ্তরের কর্মীদের। খবর পাওয়ার পর ঘটনাস্থলে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌঁছায়। বিদ্যুতের তারে কারেন্টের শক খেয়ে সম্ভবতঃ এই মাকনা হাতিটি মৃত্যু হতে পারে প্রাথমিক তদন্তে বনদপ্তর অনুমান করছে। তবে ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বনকর্তারা জানিয়েছেন।

Developed by