জেএনএফ ওয়েব ডেস্ক :- গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ট্রাক ভর্তি দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এ পাশাপাশি এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল ট্রাকে করে গাঁজা পাচার হচ্ছে। সেই সূত্রেই গতকাল রাতে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপরে কলা বোঝাই একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি চালক এবং খালাসিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাই অসঙ্গতি পাওয়া যায়। এর পরেই ওই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।সেখানেই গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 10 কেজি ওজনের প্রায় কুড়ি বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ট্রাক ড্রাইভার এবং খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই ঘটনার পিছনে কারা জড়িত। গাঁজা গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হবে।




