Breaking
20 Dec 2025, Sat

টানা বৃষ্টিতে পাহাড়ে একাধিক জায়গায় ধস,চলছে ধস সরানোর কাজ

টানা বৃষ্টিতে পাহাড়ে একাধিক জায়গায় ধস। বন্ধ রয়েছে যান চলাচল। যদিও দ্রত প্রশাসনের তরফে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। জানা গিয়েছে যে কার্সিয়াং-সুকনা ৫৫ নম্বর জাতীয় সড়কের মহানদী এলাকায় ধস নেমেছে।পোখরিয়াবং-সুখিয়াপোখরি এবং ঘুম-বিজনবাড়ি রোডে ধস নেমেছে। সেখানেও ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। মানেভঞ্জন-রিম্বিক রোডে একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিঝড়ায় ধস সরানোর কাজ চলছে। পূজোর ছুটি কাটাতে এসে দার্জিলিং ও সিকিমে আটকে পড়েছে বহু পর্যটক।

Developed by