Breaking
1 Jan 2026, Thu

ঝাড়গ্রাম শহরের ১১ নং ওয়ার্ড থেকে ১৫ জন যুবক যোগ দিলেন শিবসেনায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের ১১ নং ওয়ার্ড থেকে ১৫ জন যুবক যোগ দিলেন শিবসেনায়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শিবসেনার ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসূদন সিংহ। তারপরেই সকলে মিলে স্লোগান দেন,’জয় ভবানী। জয় শিবসেনা। জয় বাংলা।’ মধুসূদন বলেন,’যুব শক্তি শিবসেনায় যোগ দিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে। দলকে তাঁরা শক্তিশালী করবে।’

Developed by