Breaking
8 Dec 2025, Mon

ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পথ অবরোধ শুরু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পথ অবরোধ শুরু হল। সাঁওতালি মাধ্যমে টিচার ট্রেনিং চালু করার দাবিতে ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে ৫ নম্বর রাজ্য সড়কের উপরে অবরোধ চালাচ্ছেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর নেতা- কর্মীরা। তল্লাট নেতা পালহান সরেন বলেন,’সরকারের দুটো নোটিশ আমরা দেখতে পাচ্ছি। সেখানে উল্লেখ করা নেই কোন বছর থেকে চালু হবে। শুধু লেখা নেক্সট ইয়ার। সরকারি ভাবে আমাদের সঠিক তথ্য পাচ্ছি না। আমাদের দাবি এবছর থেকেই টিচার টেনিং চালু করেতে হবে । দাবি মানা না হলে পথ অবরোধ চলবে।’

Developed by