Breaking
23 Jan 2026, Fri

ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে খোলা হল স্ব-সহায়ক দলের উৎপাদিত দ্রব্য সামগ্রীর দোকান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের অন্তর্গত স্ব-সহায়ক দলের উৎপাদিত দ্রব্য সামগ্রীর আউটলেট বিপনি’র উদ্বোধন হল। উদ্বোধন করেন ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক সুবর্ন রায় এবং ছিলেন স্ব-সহায়ক দলের মহিলারা। ঝাড়গ্রাম শহরের বুকে স্ব-সহায়ক দলের মহিলাদের প্রথম স্টল চালু করা হল। ঝাড়গ্রাম পৌরসভার নিচের তলায় ওই স্টলটি খোলা হয়েছে। সেখানে তাঁদের তৈরি জিনিসপত্র তাঁরা রাখতে পারবেন এবং তারা সেখানে সেই সব জিনিসপত্র বিক্রিও করবেন। ঝাড়গ্রামের মহকুমা শাসক সুবর্ন রায় বলেন,’এই বিপনিটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকবে। ঝাড়গ্রামবাসীকে আমি অনুরোধ করব তারা যেন নিত্য দৈনন্দিন সামগ্রী উনাদের কাছ থেকে কিনে এঁদের সাহায্য করবেন।’

Developed by