Breaking
8 Dec 2025, Mon

ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকে উধাও রোগী!হাসপাতাল থেকে থানা সর্বত্র হন্যে হয়ে খুঁজছে পরিজনেরা।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকে উধাও রোগী!হাসপাতাল থেকে থানা সর্বত্র হন্যে হয়ে খুঁজছে পরিজনেরা।৪০ ঘন্টা পর দেহ পাওয়া গেল বাঁশতলা স্টেশন চত্বরে। পরিজনদের একটাই বক্তব্য,’আমরা গরিব বলে কি মানুষ নয়? আমাদের কষ্টটা কেউ বুঝল না। এখন মারা যাওয়ার পর ছুটছে পুলিশ!’ অসহায় পরিবারের সেই এক্সক্লুসিভ খবর…

Developed by