ঝাড়গ্রাম জেলা শহরে লক ডাউন শুরু, চলবে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা শহরে লক ডাউন শুরু, চলবে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী এখন থেকে কেউ বাড়ির বাইরে একসঙ্গে ৭ জন বের হতে পারবেন না। বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি অফিস। এছাড়াও বেশ কিছু দোকান। যদিও এই বন্ধের বাইরে থাকছে যে সব তার তালিকা নিম্নে দেওয়া হল…
১। স্বাস্থ্য পরিষেবা।
২। পুলিশ, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা।
৩। ডাক ও টেলিকম পরিষেবা।
৪। ব্যাঙ্ক ও এ.টি.এম পরিষেবা।
৫। পেট্রোল পাম্প ও এল.পি.জি গ্যাস অফিস।
৬। বিদ্যুৎ, জল এবং নিকাশি পরিষেবা।
৭। পুরসভা সাফাইকর্মী।
৮। মুদিখানা।
৯। কাঁচা সবজি।
১০। মাছ-মাংস।
১১। পাউরুটি ও দুগ্ধ সরবরাহ।
১২। ওষুধ ও চশমার দোকান।
১৩। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া।
কোনরকম গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। আর আতঙ্ক ছড়াবেন না। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। ঝাড়গ্রাম জেলা প্রশাসন সর্বদা জাগ্রত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল ঝাড়গ্রাম শহরবাসীর কাছে আবদেন করা হয়েছে,‘কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সে রকম পরিস্থিতি দেখলে পুলিশ-প্রশাসনকে খবর দিন। অসুবিধায় পড়লেই জেলার কন্ট্রোল রুমে ০৩২২১-২৫৮২২৮ এই নম্বরে ফোন করুন।’

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

1 year ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

1 year ago