Breaking
18 Dec 2025, Thu

ঝাড়গ্রাম জেলার শক্ত ঘাঁটি গোপীবল্লভপুরে বিজেপিতে ভাঙন!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় গোপীবল্লভপুর বিজেপির শক্ত ঘাঁটি। এবার সেই ঘাঁটি থেকেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা সহ বেশ কয়েকজন কর্মীরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ অনুযায়ী গোপীবল্লভপুর- ২নং ব্লকের তপশিয়া- ৩নং অঞ্চলের তপশিয়াতে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিকের নেতৃত্বে দলীয় পতাকা বাঁধার কাজ চলছিল। ঠিক সেই সময় বিজেপির কিষান মোর্চার সদস্য অর্ঘ্যদীপ খিলারী সহ ব্লকের বিজেপির মণ্ডল যুব সদস্য বিক্রম হাঁসদা ও বিজেপি সমর্থক সালথান বাস্কে, পাণ্ডব সরেন, গনেশ খিলারী, শশধর মুর্মু, গপেশ খিলারী, পিণ্টু করন, রাহাল করন, মণ্টু করন, নিবারণ বাস্কে, সনাতন বাস্কে, কানাই বাস্কে, অশোক খিলারী, বিমল খিলারী সহ ৬০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন৷ এই যোগদানের সময় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিশ্বরঞ্জন ঘোষ সহ আরো অনেক নেতা৷

Developed by