Breaking
13 Jan 2026, Tue

ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হল পালস পোলিও টিকাকরণ কর্মসূচী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
রবিবার ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হল পালস পোলিও টিকাকরণ কর্মসূচী। এদিন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুদের পোলিও খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা এবং হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার। জেলার সমস্ত ব্লকেই এই কর্মসূচী পালন করা হয়। ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,‘জেলায় পাঁচ বছর পর্যন্ত ৯৪ হাজার ৩২৬ জন বাচ্চা রয়েছে। তাঁদের সকলকে নিয়ে পোলিও খাওয়ানোর জন্য কর্মসূচী শুরু হয়েছে। আগামী তিনদিন ধরে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে একশো শতাংশ বাচ্চাদের পোলিও খাওয়ানোর ব্যবস্থা করবেন।’

Developed by