Breaking
18 Dec 2025, Thu

ঝাড়গ্রামে শুরু হল আন্তঃজেলা সরকারি বাস পরিষেবা।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ
বুধবার থেকে ঝাড়গ্রামে আন্তঃজেলা সরকারি বাস চলাচল শুরু হল। বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম-বাঁকুড়া ও ঝাড়গ্রাম-পুরুলিয়া আরও দু’টি বাস চলাচল শুরু হয়েছে।

জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রাম ডিপো থেকে ঝাড়গ্রাম-কলকাতা ও ঝাড়গ্রাম-মেদিনীপুর দু’টি রুটে দু’টি বাস চলাচল শুরু হয়েছে। ঝাড়গ্রাম-মেদিনীপুর বাসটি চারবার যাতায়াত করেছে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম ডিপোতে বড় ও ছোট মিলিয়ে মোট ২৫টি বাস রয়েছে। তবে আন্তঃজেলা বাস পরিষেবা শুরু হলেও জেলার মধ্যে বাস চলাচলের নির্দেশিকা এখনও আসেনি। এছাড়াও ঝাড়গ্রাম জেলায় বেসরকারি বাস চলাচল এখনও শুরু হয় নি।

Developed by