Breaking
21 Dec 2025, Sun

ঝাড়গ্রামে প্রাথমিক স্কুলে দরজা ভেঙে মিড-ডে মিলের চাল খেল হাতি।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ফের লোহার দরজা ভেঙে মিড ডে মিলের চাল খেল হাতি। ঝাড়গ্রাম ব্লকের জঙ্গলঘেরা জারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে স্কুলের প্রাচীরের বড় লোহার গেট ভেঙে স্কুলে ঢুকে পড়ে হাতি। তারপর স্কুলের রুমের দরজা ভেঙে চালের বস্তা শুঁড় দিয়ে টেনে বের করে খেয়ে ও ছড়িয়ে নষ্ট করে দেয়। পরে বাসিন্দাদের তাড়া খেয় হাতিটি জঙ্গলের দিকে চলে যায়।

Developed by