Breaking
11 Dec 2025, Thu

ঝাড়গ্রামে প্রকাশ্য দিবালোকে দোকানের মধ্যে খুন এক ব্যবসায়ী, এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম পৌরসভার বাছুরডোবা এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম প্রদীপ চ্যাটার্জী। তাঁর বাড়ি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তাঁর বয়স ৭০ বছর।কেচড়া গোডাউন রয়েছে ওই ব্যবসায়ীর। ওই দোকানের কর্মচারী মৃত্যুঞ্জয় সিংহ বলেন, আমি ১ টা ৪০মিনিট নাগাদ দোকান থেকে বাড়ি গিয়েছিলাম খাওয়ার জন্য। তখন গোডাউনে মালিক এক ছিলেন। বেলা তিনটা দশ মিনিট নাগাদ এক ব্যক্তি ফোন করে বিষয়টি আমাকে জানায়। আমি এসে দেখি দোকানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দোকানের মালিক প্রদীপ চ্যাটার্জী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর তিনি বিষয়টি ফোন করে ঝাড়গ্রাম থানায় জানান। খবর পেয়ে ঝাড়্গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ওই ব্যবসায়ীকে কে বা কারা খুন করেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। মৃতের মেয়ে মেঘনা চ্যাটার্জী বলেন, আমার বাবা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। সকলের সাথে তিনি ভালো ব্যবহার করতেন। কেন যে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারিনি? বলেই সে কান্নায় ভেঙ্গে পড়েন। তবে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে ধারালো কিছু দিয়ে আঘাত করে খুনের ঘটনা ঘটায় ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Developed by