Breaking
8 Dec 2025, Mon

ঝাড়গ্রামে কোন অসুবিধায় পড়লে পাশে পাবেন ‘রেড ভলেন্টিয়ার’দের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরে যে ভাবে করোনা দিন দিন বাড়ছে তাতে কন্টেইনমেন্ট এর সংখ্যাও বাড়বে। সে কথা মাথায় রেখে বাম ছাত্র ও যুবর(AISF ও AIYF) উদ্যোগে ঝাড়গ্রাম পুরসভার মধ্যে রেড ভলেন্টিয়ার গঠন করা হয়েছে। করোনা আক্রান্ত পরিবার ও তাঁদের পড়শিরা, যাঁদের বাধ্য হয়ে এই জোনের মধ্যে থাকতে হচ্ছে, তাঁদের প্রতিদিনই পড়তে হচ্ছে নানান অসুবিধায়। সংসারের খুঁটিনাটি জিনিস বা ওষুধ সংগ্রহ করার সমস্যা হলে ফোন নম্বরে যোগাযোগ করলে তাঁরাই পৌঁছে দেবে আপনার সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিস। এজন্য রেড ভলেন্টিয়ারদের
৯৯৩২২৮৭৮৯০, ৯৮০০৯১৭৯৭৬, ৮৬১৭৪৩৩৯৮৫, ৯৮০০৯০২০৪৫ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

Developed by