Breaking
15 Dec 2025, Mon

ঝাড়গ্রামের জুবিলি মার্কেটে উত্তেজনা, ব্যবসায়ীরা আটক করল বিস্কুট কোম্পানির গাড়ি, ঘটনাস্থলে পুলিশ

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় বিকসফার্ম বিস্কুট বিলি করতে গিয়ে বিপত্তি ঘটে কিছুক্ষণ আগে। কোম্পানির গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ডিস্ট্রিবিউটাররা। পশ্চিম মেদিনীপুর জেলার এক ডিস্ট্রিবিউটারকে বিকসফার্ম বিস্কুট কোম্পানির তরফ থেকে হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়েছিল। তারপর থেকে হাওড়া , পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর ,ঝাড়গ্রাম চারটি জেলার যত ডিস্ট্রিবিউটার আছেন তাঁরা বন্ধ রেখেছিল বিস্কুট নেওয়া। হঠাৎ করে কোম্পানি ঝাড়গ্রামে এক ব্যাক্তিকে দায়িত্ব নিয়ে বিস্কুট ডোকাতে গিয়ে আজ সকালে। আর তাতেই ঘটে বিপত্তি। গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাকি ডিস্ট্রিবিউটার।

Developed by