Breaking
12 Dec 2025, Fri

ঝাড়গ্রামের চিত্র সাংবাদিক সুজয় সিংহের অকাল প্রয়াণ!

জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রামের চিত্র সাংবাদিক সুজয় সিংহের অকাল প্রয়াণ! তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের সুপার মার্কেটের পাশে। তিনি একাধিক বৈদ্যুতিক চ্যানেলে চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছেন। মাও আমলেও তিনি যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। সদাহাস্যময় ও মৃদুভাষী সুজয় সকলের কাছে জিনু হিসেবেই বেশি পরিচিত ছিলেন বন্ধুমহলে। পরবর্তী কালে তিনি ঝাড়গ্রাম শিব মন্দির সংলগ্ন নিজের দোকানে স্টুডিও তৈরি করেছিলেন। সেখানে ছবি তোলা ও এডিটিং এর কাজ করতেন। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ‘ঝাড়গ্রাম রিপোর্টাস ক্লাবের’ সদস্যরা।

Developed by