Breaking
10 Dec 2025, Wed

ঝাড়খন্ড সীমান্তে জামবনি ব্লকের শবর পল্লীতে গিয়ে ১৩০ জনকে আনা হল সামাজিক সুরক্ষার স্কীমে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঘরের দোরে প্রশাসন। ঝাড়খন্ড সীমান্তে জামবনি ব্লকের শবর পল্লীতে হাজির হলেন জামবনি ব্লকের বিডিও এবং শ্রম দপ্তরের অধিকারিকরা। তারপর তাঁদের বুঝিয়ে নিয়ে আসা হয়েছে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা স্কীমের আওতায়। মঙ্গলবার মোট ১৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে সামাজিক সুরক্ষার স্কীমে। এছাড়াও ইউবিআই ব্যাংকে ৪৫ জনের নতুন একাউন্ট খোলা হয়েছে।

Developed by