Breaking
8 Dec 2025, Mon

ঝাড়গ্রাম ITI কলেজের হোস্টেলে গত ২ দিন ধরে বিদ্যুৎ নেই, পানীয় জল থেকে শৌচকর্মে সঙ্কটে আবাসিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ITI কলেজের হোস্টেলে গত ২ দিন ধরে বিদ্যুৎ নেই, পানীয় জল থেকে শৌচকর্মে সঙ্কটে আবাসিকরা। সামনের সপ্তাহের মঙ্গলবার থেকে পরীক্ষা আবাসিক পড়ুয়াদের, তাই সমস্যায় আরো জটিল আকার নিয়েছে। এমনকি কলেজের সেমিস্টারের পরীক্ষা থাকায় পড়ার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম আইটিআইয়ের হোস্টেলে বিদ্যুৎ নেই। বৃষ্টির পর থেকে বিদ্যুৎ চলে যায়।

Developed by