Breaking
24 Jan 2026, Sat

ঝাড়গ্রাম শহরে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের

ঝাড়গ্রাম : বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকার ১ নম্বর এলাকার ঘটনা। মৃত যুবকের নাম সায়ন পাত্র (২২)। তাঁর বাড়ি ১ নম্বর ওয়ার্ডে কদমকানন এলাকায়। জানা গিয়েছে, এদিন বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি সামান্য থেমে যাওয়ার পর সায়ন বাড়ির সামনে আম কুড়াতে গিয়েছিলেন। সেই সময় আচমকা বাজ পড়ে। মাটিতে লুটিয়ে পড়ে সায়ন। সেখানে বেশ কিছুক্ষণ পড়েছিলেন। পরিজানেরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Developed by