Breaking
18 Dec 2025, Thu

ঝাড়গ্রাম জেলায় ফিরে আসা রাজস্থানের কোটা থেকে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিল প্রশাসন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় ফিরে আসা রাজস্থানের কোটা থেকে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিল প্রশাসন। শনিবার সকালে বাসে করে ঝাড়গ্রামে ফিরেছেন ওই ১১ জন।তারপরেই তাঁদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের শারীরিক অবস্থার দিকে নজর রাখার জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে কোন রকম অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে তাঁদেরও করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে।

Developed by