Breaking
19 Dec 2025, Fri

ঝাড়গ্রামে সিপিএম-তৃণমূলে ভাঙন, দিলীপ ঘোষের হাত ধরে যোগ দিল বিজেপিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনটি জিতেছে বিজেপি। তারপর এই প্রথম ঝাড়গ্রামে সিপিএম-তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। এদিন শহরের স্টেশনপাড়ায় দিলীপ ঘোষের সংবর্ধনা সভাতে যোগদান পর্ব চলে। সিপিএমের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য অসীম নন্দী সহ তাঁর অনুগামী ৮০০ সমর্থককে নিয়ে এদিন বিজেপিতে যোগ দেন। এছাড়াও রোহিনী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সারথী সিং, কেন্দডাংরি পঞ্চায়েতের নির্দল সদস্য বিশ্বজিৎ মাহাতো, সাপধরা পঞ্চায়েতের নির্দল সদস্য বুলবুলি মণ্ডল, রাধানগর গ্রাম পঞ্চয়েতের নির্দল সদস্য বুলবুলি কিস্কু সহ পড়িহাটির কয়েকশো সংখ্যালঘু মানুষ এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন ও দাপুটে সিপিএম নেতা অসীম নন্দী বলেন,‘ছিলাম রাক্ষসী মায়ের কোলে, ফিরে এলাম আপন মায়ের কোলে।’

Developed by