Breaking
12 Jan 2026, Mon

ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে মৃত্যু হল অসুস্থ হস্তিশাবক অশ্বিনীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে মৃত্যু হল অসুস্থ হস্তিশাবক অশ্বিনীর। গত ৯ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়ার জঙ্গলে দলছুট হয়ে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রামে। দু’মাস আগে উদ্ধারের সময় থেকেই অসুস্থ হস্তিশাবক অশ্বিনী। সোমবার ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে মৃত্যু হয় হস্তি শাবকের। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,‘প্রথম থেকেই অসুস্থ ছিল হস্তিশাবকটি। সেই সঙ্গে ছিল হার্নিয়া এবং রক্তাপ্লতা। গত ১৫ দিন ধরে স্যালাইন চালানো হলেও চিকিৎসায় তেমন সাড়া দেয়নি। গতকাল মারা গিয়েছে।’

Developed by