Breaking
22 Jan 2026, Thu

ঝড়ো হাওয়ার দাপটে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির

ঝড়ো হাওয়ায় গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার হাই রোড সংলগ্ন এলাকায়। জানা যায় কৃষ্ণনগর বিডিও অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন রবীন্দ্রনাথ প্রামানিক নামে এক ব্যক্তি। বয়স আনুমানিক 55 বছর। পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। দীর্ঘদিন প্রাণিসম্পদ দপ্তর এর কাজ করেছেন। তবে গান বাজনার সঙ্গেও যুক্ত ছিল সে। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান করেছে। গতকাল কৃষ্ণনগরে একটি অনুষ্ঠান ছিল। কিন্তু বিকেল থেকে আবহাওয়ার রং পাল্টায়। মেঘাচ্ছন্ন হয়ে ওঠে আকাশ। ঝড়ো হাওয়া শুরু হয়। এলাকাবাসীরা বারবার তাকে অনুষ্ঠানে যেতে মানা করেছিলেন। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি। বাইপাস এলাকায় দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন ঝড়ো হাওয়ার দাপটে একটি গাছ হঠাৎ তার ওপর পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি এলাকাবাসী ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Developed by